সাওতাল করেছে ভগবান…

saotal koreche vogoban-sazzads.com

আমি খুব বাউন্ডুলে স্বভাবের একটা মানুষ। বিশেষ করে যখন দেশে ছিলাম। এখন আর সেই সুযোগ পাইনা। তখন ঘুরো ঘুরি, আড্ডা আর গান ছিল নিত্য দিনের সঙ্গী।
প্রায়ই কিছু সিনিয়র আর জুনিয়র ভাইদের সাথে বসে একসাথে গানের আসর জমাতাম।

গিটার, একতারা, দোতরা সহ প্রায় ১০/১৫ রকমের বাদ্যযন্ত্র থাকতো। যদিও আমি নিজে কিছুই বাজাতে পারতাম না।
তবে সবার সাথে সুর মিলিয়ে গাইতে ভালো লাগতো।

এমনই এক রাতে ইছামতী নদীর তীরে শ্রদ্ধ্যেয় এক স্যারের বাসায় গানের আসর, খাওয়া দাওয়ার আয়োজন।
অতিরিক্ত সিনিয়রদের (স্যার সহ কয়েকজন) বাসায় বসে কিছু গান শুনিয়ে সারারাত নৌকো করে ইছামতীর বুকে ভেসে বেড়ানো আর গান গাওয়া! ❤❤❤
আহা সে কি সুখ!

সেই রাতে নৌকোতে যাওয়ার পূর্বে বাসায় বসে বড় ভাই (জন মহাম্মদ) এর গাওয়া এই গানটা ছিল অনবদ্য৷ আমি সচারাচর ক্যমেরার দায়িত্বে থাকি। 😁

গানের লিংক টা নিচে দিয়ে দিলাম। শুনতে পারেন।

Share on

খাদ মুভি রিভিউ

🎬 মুভিঃ খাদ (এডভেঞ্চার)⭕ পরিচালকঃ কৌশিক গাঙ্গুলি⭕ অভিনয়েঃ পল্লবী চ্যাটার্জি, অর্ধেন্দু ব্যানার্জী, মিমি চক্রবর্তী, রুদ্রনীল

Read More »