🎬 Movie: Dhobi Ghat (Mumbai Diaries) (2010)
🔰 Writer & Director: Kiran Rao
🔰 Actors: Aamir Khan, Monica Dogra, Kriti, Malhotra, Prateik Babbar
🔰 Genre: Drama
🔰 Country: India
🔰 Duration: 1h 40m
বরাবরের মতই মুভি ডাউনলোড করে জমিয়ে রাখার দীর্ঘ সময় পর যখন কোন মুভি দেখি, তখনই দীর্ঘশ্বাস ছেড়ে বলতে হয় আরো আগে কেন দেখলাম না!
এই সিনেমাটাও তেমনই একটা সিনেমা। ৬ মাসের বেশী সময় যাবত ফোনে রেখে দিয়েছি। কিন্তু দেখা হলো আজ।
খুবই সাদামাটা সিম্পল একটা গল্প। কিন্তু এই সাধারণ গল্পটার মাঝেই লুকিয়ে আছে অসাধারণ কিছু অনুভূতি।
মুভিটা শুরু করার কয়েক মিনিট পরই বুঝতে পারছিলাম যে ভাল একটা সময় কাটতে যাচ্ছে। তাই হলো।
সিনেমার গল্প মূলত ৪ টা চরিত্রকে কেন্দ্র করে। চিত্রশিল্পী অরুন (আমির)। আমেরিকান প্রবাসী সাই(মনিকা), ধোপা চরিত্রে মুন্না (প্রতীক) আর ইয়াসমিন (কৃতি) নামে এক গৃহবধূ।
৪ টা চরিত্রই একে অপরের সাথে কোন না কোন ভাবে জড়িয়ে আছে। আর সেই জড়িয়ে যাওয়া আর পরবর্তী অনুভূতি গুলো মনে কড়া নাড়বেই।
যারা The Lunchbox, Photograph এই ধরনের সিনেমা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিনেমা এটা।
এছাড়া অন্যরাও নিঃসন্দেহে দেখতে পারেন।
দেখা শেষে নিঃশ্চয়ই আপনিও অভিভূত হবেন।
হ্যাপি ওয়াচিং ❤❤❤