Mucize Ask (2019) সিনেমা রিভিউ

Mucize Ask (2019)-sazzads.com

🎬 Mucize Ask (2019)
🔰 Country: Turkey
🔰 Genre: Drama
🔰Writter & Director: Mahsun Kirmizigül
🔰Actors: Mert Turak, Fikret Kuskan, Biran Damla Yilmaz
🔰 Duration: 2h 9min
🔰IMDB: 6.6

২০১৫ সালে রিলিজ হয় Mucize/ The miracle এর প্রথম কিস্তি। দারুণ গল্প আর অভিনয়ে সকল শ্রেণির সিনেমাপ্রেমীদের মাত করে দেয় সিনেমাটি। যারা প্রথম কিস্তি দেখেছেন তারা সবাই ২য় কিস্তির অপেক্ষায় ছিলেন অধীর আগ্রহে।
আমিও তার ব্যতিক্রম নই৷ অবশেষে গতরাতে দেখলাম ২য় কিস্তি Mucize Ask.

প্রথম পর্ব যারা দেখেছেন তারা সবাই জানেন যে প্রত্যন্ত গ্রামের এক প্রতিবন্ধী যুবক আজিজের সাথে ঘটনাক্রমে বিয়ে হয় মিজগিন নামে অতি সুন্দরী এক যুবতীর।
ফলশ্রুতিতে নান ব্যাঙ্গাত্মক পরিস্থিতিতে পরতে হয় তাদের। এক পর্যায়ে শিক্ষক মাহিরের সহযোগিতায় তারা গ্রাম ছেড়ে পাড়ি জমায় শহরে।
সিনেমার শেষদিকে আমরা দেখতে পাই আজিজ ও মিজগিন ফিরে আসে তাদের গ্রামে। সুস্থ আজিজকে দেখে চমকে উঠে গ্রামের সবাই।
তার সূস্থতার রহস্য জানতে চাইলে উত্তরে আজিজ বলে, “আমি আমার বউয়ের প্রেমে পড়েছি।”

Mucize Ask(2) সিনেমায় মূলত দেখানো হয়েছে সেই সুস্থতার পেছনের গল্প। কিভাবে আজিজ এই অসাধ্য সাধন করলো। কিভাবে ঘটল এই মিরাকেল(আশ্চর্য ঘটনা)।
আপনিও যদি জানতে চান কিভাবে আজিজ এই অসাধ্য কে সাধন করেছিল, তাহলে দেখতে হবে সিনেমাটি।

প্রথম পর্বের মত এই পর্বের গল্পটাও খুব ইমোশনাল। যদিও প্রথম পর্বের চেয়ে এই পর্বে কমেডি উপাদান কিছুটা কম ছিল। তবে এই গল্পটাও দারুণ।
অভিনয়, সিনেমাটোগ্রাফি আর বিজিএম এবারো মুগ্ধ করবে নিঃসন্দেহে।
মনে হয়েছে ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু। একটুও ভাটা পড়েনি৷ দারুণ উপস্থাপনা।

সবমিলিয়ে আরও একটি উপভোগ্য সিনেমা। ❤👌

যারা এখনো দেখেননি, দেরী না করে দেখে ফেলুন।
Imdb রেটিং কম হলেও ভালো লাগবে বলতে দ্বিধা নেই৷

হ্যাপি ওয়াচিং ❤🙂❤

ডাউনলোড করতে ভিজিট করুনঃ Cinemabaaz

480p, 720p, 1080p available

Share on

খাদ মুভি রিভিউ

🎬 মুভিঃ খাদ (এডভেঞ্চার)⭕ পরিচালকঃ কৌশিক গাঙ্গুলি⭕ অভিনয়েঃ পল্লবী চ্যাটার্জি, অর্ধেন্দু ব্যানার্জী, মিমি চক্রবর্তী, রুদ্রনীল

Read More »