ঘুম প্রতিটি মানুষের জন্য অতি প্রয়োজনীয়। অন্তত ঘুমের সময় আপনি পৃথিবীর সকল কষ্ট আর অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। আপনার নিজের অজান্তেই সময়টা তার ইচ্ছে মত চলে যাবে।
এটাই সাধারণ।তবে সবসময় তা হয়না।
আপনি যা থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাই অন্য কোন উপায় না পেয়ে স্বপ্নে এসে হানা দেয়।
আপনাকে ছিন্ন ভিন্ন করে দেয় মুহূর্তেই।
তখন নিঃশ্বাস নেওয়া আরো অনেক বেশী কষ্টের হয়। কেননা আপনি তা নিয়ন্ত্রণ করতে পারছে না।
আপনার বুক ভারী হয়ে আসবে,
দম বন্ধ হয়ে যাবে।
তবুও এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি নেই আপনার।
ঘুম ভাঙার পরেও যেন পিছু ছাড়তে চায়না।
তখন মনে হয় এর চেয়ে না ঘুমোনোই ভাল ছিল।তাই এখন আমি স্বপ্ন দেখতে ভীষণ ভয় পাই।
স্বপ্ন দেখার ১ বিন্দু ইচ্ছে ও জাগেনা।
হোক তা জেগে কিংবা ঘুমিয়ে!
আমি মুক্তি চাই স্বপ্ন থেকে।
Rescue Dwan (2006) মুভি রিভিউ
🎬 Rescue Dwan (2006) 🔰 Genre: Biography, War, Survival 🔰 Director: Werner Herzog 🔰 Actors: