কিছু পাওনা ছিল,
যা অনাদায়ী হয়েছে বহু আগেই।
কিছু অপ্রত্যাশিত বিষয়-
প্রাপ্তির খাতায় নিজের যায়গা করে নিয়েছে।
যা থাকার কথা ছিল,
তা বিবিধ ক্ষতির খাতায় জমা হয়েছে।
কিছু মূল্যাবান সম্পদ-
যা অবচয়েই নিঃশেষ হয়েছে।
অর্জিত সব মুনাফা,
জালিয়াতির কালো থাবায় শূণ্য।
সকল প্রকার সঞ্চিতি,
হিসেবের মারপেঁচে অবমূল্যায়িত।
সুনাম-ট্রেডমার্ক যা ছিল,
সবটুকুই আজ আগন্তুকের দখলে।
দায়গুলো না বাড়লেও-
সম্পদের ব্যালেন্স বিপদসীমা পার করেছে।
নতুন অর্থায়নের-
সকল উৎস হারিয়ে গেছে।
আজ হিসাবের দু-পাশ,
জানা অজানা নানা কারণে গড়মিল।
অসহায় আমি-
দেউলিয়া হবার দ্বারপ্রান্তে।