🎬 সিনেমাঃ Yours truly (2018)
🔰 ধরণঃ Drama, Romance
🔰 পরিচালকঃ Sanjoy Nag
🔰 অভিনয়েঃ Soni Razdan, Pankaj Tripathi, Aahana Kumra
🔰 দৈর্ঘ্যঃ ১ ঘন্টা ১৬ মিনিট
🔰 আইএমডিবিঃ ৬.২
মুভিটার রিভিউ দেখেছিলাম অনেক আগে। ভেবেছিলাম দেখব। কিন্তু দেখা হয়ে উঠেনি। আজ দেখলাম। ভালো লাগলো। 👌
৫৭ বছর বয়সী সরকারি চাকুরিজীবী এক মহিলা। বাসা আর অফিসের মধ্যেই সীমাবদ্ধ জীবন। পুরোনো এক জীর্ণ বাড়ির নীচতলা ভাড়ায় দিয়েছেন। উপর তলায় থাকেন একাই।
শীঘ্রই অবসরে যাবেন। অফিসে যাওয়া আসার মধ্যেই সে গভীর ভালোবাসায় আচ্ছন্ন এক অপরিচিত কণ্ঠস্বরের সাথে। কন্ঠস্বরটি ট্রেন স্টেশনের এক এনাউন্স ম্যানের৷
চিঠিতে কথা হয় তাদের। কিন্তু কখনো দেখা হয়নি।
দেখা কি হবে?
একে অপরকে কি পাবে তারা?
জানতে হলে দেখে ফেলুন স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি।
বেশী কিছু বলব না, শুধু বলব, দ্যা লাঞ্চবক্স, ফটোগ্রাফ কিংবা অক্টোবর এর মত ফিল্ম যারা পছন্দ করেন তাদের নিঃসন্দেহে ভালো লাগবে।
বিশেষ ভালোলাগা “তানহা” শিরোনামে সিনেমার একমাত্র গানটি। ❤
হ্যাপি ওয়াচিং 🙂