Cinemawala (2016)
Country: India
Genre: Bengali, Drama, Family
Director: Kaushik Ganguly
Actors: Paran Banerjee, Parambrata Chattopadhyay, Arun Guhatharkurta
Duration: 1h 45min
IMDB: 7.4
“এ-টা সি-নে-মা ! বি-গ স্ক্রী-ন !” প্রনবেন্দুর আর্ত চিৎকার – সারা হলে হাহাকারের মতো শোনায়। দিন বদলেছে, বদলেছে সিনেমা হল ও এর পারিপার্শ্বিক অবস্থাও। তবে কিছু পরিবর্তন হয়তো না হলেই ভালো হতো! অনেকেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। অন্যদিকে কেউ কেউ তা পারেনি বলেই শেকড় হারানোর যন্ত্রণা। “Cinemawala (2016)” সিনেমায়, সিনেমা জগত ও একে কেন্দ্র করে গড়ে উঠা সিনেমা হল ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনে এর প্রভাব দারুণ ভাবে তুলে ধরেছেন প্রিয় কৌশিক গাঙ্গুলি।
কাহিনী সংক্ষেপঃ
প্রণবেন্দু ( পরাণ বন্দ্যোপাধ্যায়) একটি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের মালিক। বর্তমানে সে মাছের ব্যবসা করে। অন্যদিকে তার ছেলে প্রকাশ (পরমব্রত) মাছের আড়তে সাহায্য করলেও তা নিতান্তই অনিচ্ছায়। প্রণবেন্দুর সিনেমা হলটা অনেকদিন যাবত বন্ধ। অথচ হলের প্রজেকশান রুমে বসে মালিক এবং সহকারী প্রতিদিন ধরে উত্তমকুমারের রেকর্ড বাজাচ্ছে । আর মদ্যপান করতে করতে এক অসম্ভব স্বপ্ন দেখে যাচ্ছে !
অন্যদিকে ছেলে প্রকাশ পাইরেটেড ডিভিডি বিক্রি করে বেড়াচ্ছে। যার ফলাফল স্বরুপ বাপ-বেটার দা-কুমড়ো সম্পর্ক।
মূলত প্রণবেন্দুর সেলুলয়েডের প্রতি গভীর ভালোবাসা ও তার ছেলের উল্টো পথে হাটার গল্প কে কেন্দ্র করেই এগিয়ে যায় সিনেমাটি। যেখানে পরতে পরতে লুকিয়ে আছে অসামান্য আবেগ, ভালোবাসা আর সভ্যতার অন্ধকার(!) ছোয়া।
কৌশিক গাঙ্গুলির এই সিনেমাটা শুধুমাত্র একটা ভাব-বিলাসিতা নয় – বাস্তবের ভয়াবহতাও বটে ! কলকাতা ও বাংলাদেশে কতগুলো সিনেমা হলের মধ্যে আজ মাত্র গুটিকতক টিকে আছে কোনমতে!
সেলুলয়েড থেকে ডিজিটাল হয়ে যাওয়ার ফলে কত শত লোকের বেকারত্ব। যদিও পাশাপাশি বিকল্প ব্যবস্থাও দেখানো হয়েছে – সোজা আঙ্গুলে বা বাঁকা আঙ্গুলে !
কেন্দ্রীয় চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় অয়াসধারণ ছিলেন তার অভিনয়ে। । সঙ্গে অরুন গুহঠাকুরতা তারসহচরের ভুমিকায় এক কথায় অপূর্ব! বিশেষ করে প্রজেক্টার মেশিনটা ঝেরেঝুরে সাজিয়ে তুলে দিল – ক্রেতার হাতে ! মনে হল সিনেমা হলের হৃদপিণ্ডটা বুঝি খুলে নিয়ে গেল।
পরমব্রত ও সোহিনি সরকার ও ভালই করেছে।
এত সুন্দরভাবে জীবিকার কাব্য! বাংলা ভাষায় করা বলে গর্ব হয় !
Rescue Dwan (2006) মুভি রিভিউ
🎬 Rescue Dwan (2006) 🔰 Genre: Biography, War, Survival 🔰 Director: Werner Herzog 🔰 Actors: