সিনেমাঃ বাঘি ৩
ধরণঃ কমেডি, ফ্যান্টাসি
পরিচালকঃ আহমেদ খান
শ্রেষ্ঠাংশেঃ টাইগার সর্ফ, শ্রদ্ধ্যা কাপুর, রিতেশ দেশমুখ
আইএমডিবিঃ অনেক বেশী।
বেশ কিছুদিন হলো ভালো কোন কমেডি মুভি দেখিনা।
বাঘি ৩ এর ট্রেইলার দেখেই বুঝেছিলাম এটা অনেক হাসাবে।
ট্রেইলারের কাটিং কমেডি দৃশ্যগুলো দেখে মুভিটা দেখার আগ্রহ জন্মেছিল।
অতঃপর সিনেমাটা দেখলাম।
সত্যি বলতে আমি অবাক হয়ে দেখেছি। কেননা আজকাল এত ভাল মানের কমেডি সিনেমা বিরল হয়ে গেছে।
বর্তমানের কমেডি সিনেমাগুলোর বেশীর ভাগই জোড় করে সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা করে।
কিন্তু বাঘি ৩ সেই পথে হাটেনি।
বাঘি ৩ টিম অত্যন্ত মৌলিক একটি কমেডি সিনেমা উপহার দিয়েছে।
হাসতে হাসতে পেটে খিল পরে যাওয়ার অবস্থা। মাঝে মাঝে মুভিটা অফ রেখে বেশ কিছুক্ষণ হাসতে হয়েছে। এরপর আবার দেখেছি, আবার হেসেছি। অসাধারণ, অনবদ্য শিল্প।
এই সিনেমায় অন্য কোন সিনেমার দৃশ্য নকল কিংবা কপি করা হয়নি। সকল দৃশ্য এবং চিত্রনাট্য ছিল মৌলিক কমেডিতে ভরপুর।
টাইগারের ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা কমেডি মুভি।
একজন কমেডি অভিনেত হিসেবে টাইগার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়৷
অন্যদিকে পরিচালক আহমেদ খানকে স্যালুট, এমন একটি মাস্টারপিস কমেডি মুভি উপহার দেওয়ার জন্য।
আর চিত্রনাট্যে যিনি ছিলেন তাকে সংগ্রামী লাল সালাম।
উনাদের মত লোকের জন্যই মানবতা বেঁচে আছে। আমরা আজও মন খুলে হাসতে পারি উনাদের জন্যই।
সবশেষে বলব, একটি মাস্টারপিস কমেডি সিনেমা মিস করতে না চাইলে আজই দেখে ফেলুন বাঘি ৩ সিনেমাটি।
কথা দিচ্ছি নিরাশ হবেন না।
হ্যাপি ওয়াচিং 😁😁😁
বিঃদ্রঃ আইএমডিবি কিংবা গুগলে ধরণ টা ভুল লেখা আছে। ওইখানে এ্যকশান থ্রিলারের পরিবর্তে কমেডি ও ফ্যান্টাসি হবে।